স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এ.জে.এম জাহিদ হোসেন বলেছেন, এ সরকারের বিদায়ের মাধ্যমেই জনগণ দুঃশাসন থেকে মুক্তি পাবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সাথে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে। তিনি আরও বলেন-এ সরকার বিএনপিকে ধবংস করার জন্য লক্ষ লক্ষ নেতাকর্মী নামে মিথ্যা ও গায়েবি মামলা হয়রানী করে যাচ্ছে। তাই তৃণমূল এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনেই এ সরকারকে বিদায় করা সম্ভব। কোন অবস্থাতেই নিজের ঐক্য বিনষ্ট করা যাবে না। তিনি গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ জি.কে গউছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক মোঃ কলিমউদ্দিন মিলন, জেলা বিএনপির নেতা মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, ডাঃ আহমেদুর রহমান আব্দাল, এডঃ কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপহি হাজী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাপ খান, আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, মাসুকুর রহমান মাসুক, লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন, বিএনপির নেতা কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর আফজাল পাঠান, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, এডঃ আয়েশা আক্তার, সুমন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম কাওসার, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফেজ, সাইফুল ইসলাম রকি, ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন প্রমূখ। পরে কাউন্সিলরের মাধ্যমে আব্দুল আজিজকে সভাপতি, মোঃ আলাউদ্দিন আল রনিকে সাধারন সম্পাদক, গোলাপ খানকে সিনিয়র সহ-সভাপতি, লুৎফুর রহমান খাঁনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী ফিরোজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভ কমিটি গঠন করা হয়। এর আগে অতিথিরা জাতীয় ও দলীয় পতাকার উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধণ করেন।