আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। এ সময় মাদকপাচার ব্যবহৃত প্রাইভেট কারও আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মে রাত সাড়ে ১০ টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাড়ির এসআই মোঃ ইসমাইল হোসেন ভুইয়ার নেতৃত্বে চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকার আব্দুল কাদির মীর এর রাইস মিল এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ২০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদ ফয়সাল (২৪) কে আটক করা হয়। সে নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রমের আছদ্দর মিয়ার বাড়ির কেয়ারটেকার।
অপর দিকে ৪ মে রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই অনিক চন্দ্র দেব এর নেতৃত্বে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর সিএনজি ষ্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বপন সরকার (২৯)তে গ্রেফতার করা হয়। সে ছাতিয়াইন গ্রামের মৃত রমেশ সরকারের পুত্র।