মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত আবু বাহার মিয়া (৩২)কে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ, এসআই মমিনুল ইসলাম গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার মাল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। ধৃত আবু বাহার মাল্লা গ্রামের জারু মিয়ার ছেলে। পুলিশ জানায়, আবু বাহারের বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।