স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিকট শব্দে এক শ্রেণির তরুণরা মোটর সাইকেল চালিয়ে জনগণকে বিরক্ত করছে। ঈদ উপলক্ষে এই মাত্রা আরও বেড়ে গেছে। এদিকে ঈদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন মার্কেটে প্রচুর ভিড় দেখা গেছে। ভদ্র ঘরের নারী পুরুষ কেনাকাটা করতে শহরের শপিং মলে আসেন। কিন্তু মোটর সাইকেলের বিকট শব্দে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি আতংকেও রয়েছেন অনেকে। অনেকেই জানান, এক শ্রেণির যুবকরা মোটর সাইকেলের সাইলেন্সার খুলে শহরের কালিবাড়ী ব্রেক রোড, বৃন্দাবন ও মহিলা কলেজ রোড, ঘাটিয়াবাজার, বদিউজ্জামান খান সড়ক, ডাকঘর এলাকাসহ বিভিন্ন এলাকায় বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটর সাইকেল চালিয়ে যায়। শুধু তাই নয়, মোটর সাইকেলের বিকট আওয়াজে অনেক বৃদ্ধ লোক হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া শিশুরা আতংকে থাকে সব সময়। গতকাল শনিবার সন্ধ্যায় বিকট শব্দে দ্রুতগতিতে চালিয়ে যাওয়া একটি মোটর সাইকেল দুই পথচারীকে আহত করে পালিয়ে যায়। এবিষয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।