প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের উদ্যোগে মির্জাপুর জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাসব্যাপি ক্বারিয়ানা প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত সমাপনি অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের প্রেসিডেন্ট লায়ন গাজী মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম। বিশেষ অতিথি রিজোন চেয়ারপারসন লায়ন মোঃ রফিক মিয়া, জোন চেয়ারপারসন লায়ন মোঃ লিটন মিয়া, ট্রেজারার লায়ন মোঃ আসাদুজ্জামান, ডিরেক্টর লায়ন মোঃ মফিজুর রহমান বাচ্চু, লায়ন মোঃ মঈন উদ্দিন খান, লায়ন সঞ্জয় রায়, লায়ন শেখ মোঃ ফয়জুল হক, লায়ন সিদ্দিকুর রহমান মাসুম সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।