স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, ‘দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। যাদের জমি নেই, ঘর নেই তারা আজ প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘরে বসবাস করে তাদের দুঃখ ঘুচাতে পেরেছে।’ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হবিগঞ্জ পৌরসভার সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘দেশের ৬০ বছরের উপরের সকল নাগরিকের জন্য পেনশন ভাতা প্রদানের ব্যবস্থা করছেন জননেত্রী শেখ হাসিনা।’ এমপি বলেন, ‘ইমাম মুয়াজ্জিনদের কথা মানুষ বিশ্বাস করে। ’তিনি সত্য ও বাস্তব কর্মকান্ডগুলো মানুষের সামনে তুলে ধরতে ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘ইমাম মুয়াজ্জিনদের বেশী বেশী ভাতা দিতে পারলে নিজের মনেও আনন্দ পেতাম। কিন্তু পৌরসভার আর্থিক সঙ্গতির দিকে নজর রেখে আমরা এই ভাতা দিতে হচ্ছে। ভবিষ্যতে আর্থিক অবস্থা ভাল হলে ভাতার পরিমান বাড়ানোর প্রচেষ্টা থাকবে।’ হবিগঞ্জ পৌরসভার ৭৫টি মসজিদের ১৫৫ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্মানী ভাতা প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, টিপু আহমেদ, হবিগঞ্জ চেম্বার সভাপতি মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরীসহ অন্যান্যরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেন সাইফী। মোনাজাত পরিচালনা করেন শায়েস্তানগর টাউন মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোছাব্বির। আলোচনা সভার শেষে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতা তুলে দেন অতিথিবৃন্দ। হবিগঞ্জ পৌরসভা ৭৫ টি মসজিদের খতিব ও ইমামদের ২ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ১ হাজার টাকা করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্মানী ভাতা প্রদান করা হয়।