প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ এপ্রিল সাগরদিঘীর পশ্চিম পাড়ে সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খান এর বাড়ি সংলগ্ন মাঠে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাজী মখসুদুজ্জামান খান এর সভাপতিত্বে সদস্য সচিব আরশাদুল হোসেন খান বিপল এর পরিচালনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এডঃ সাদিকুর মিয়া তালুকদার, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ, জেলা জাতীয় সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক আবু বক্কর খান প্রমুখ।