বানিয়াচং প্রতিনিধি ॥ বিশ্বব্যাংকের নির্দেনায় বানিয়াচং উপজেলা সদরের ৪ টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন পরিষদ রূপান্তরের জন্য এক মতবিনিময় সভা ও কর্মপরিকল্পনা গ্রহন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ ঘটিকায় ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদে ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক ডিএস। বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-২ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এবিএম মাহবুবার রহমান ও বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ১নং বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পি সচিব জ্যোতিময় দাস ও ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউ.পি সচিব বলাই চক্রবর্তী। ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি সচিব আলফাজ উদ্দিন ও ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি সচিব অজিত সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেম্বার আব্দুছ ছালাম, আলীম উদ্দিন, ধন মিয়া, আঃ সমেদ জমাদান, ময়না মিয়া, সামির আলী, সৈয়দ আব্দুল মোনায়েম, সামারুপ বিবি, রুনা আক্তার, শিরিকা বেগম, আইয়ুব আলী, সাবেরা বেগম, মোঃ ময়না মিয়া, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, উদ্যোক্তা আনছার আলী ও ফারুক আহমেদ প্রমুখ। সভায় ৪টি ইউনিয়নের পৃথক উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত একিভুত করে একটি সমন্বয় সভায় উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নাগরিক সনদ বোর্ড, উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি বোর্ড, বাজেট বোর্ড, অভিযোগ বাক্স স্থাপন, নারী উন্নয়ন ফোরাম কার্যক্রম ও অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠনসহ সামাজিক পরিবেশ উন্নয়নের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া প্রতিটি রাস্তার সংযোগস্থল সম্প্রসারণের পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথি ডিডি দিলীপ কুমার বনিক আক্ষেপ করে বলেন বানিয়াচং পৌরসভা না হওয়ায় সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ফলে মহাগ্রাম বানিয়াচং যুগোপযোগী উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। তাই বিশ্বব্যাংকের সহায়তায় বানিয়াচং সদরকে নতুন আঙ্গিকে ও পরিকল্পনায় কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য সম্প্রতি ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্সে অনুষ্টিত এক মত বিনিময় সভায় বিশ্বব্যাংকের আরবান স্পেশালিষ্ট জাহেদ হোসেন খান বানিয়াচং সদরের ৪টি ইউনিয়নে এলজিএসপি-২ এর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তরে আহ্বানের প্রেক্ষিতে এ সভা অনুষ্টিত হয়েছে।
ক্যাপশন: স্থানীয় সরকার উপ-পরিচালক দিলীপ কুমার বনিক এর সাথে ইউ.পি চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণ।