স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া রবিদাস পাড়ায় তুচ্ছ ঘটনায় দুই দলের সংঘর্ষে কমপক্ষে মহিলাসহ ১০ জন আহত। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ওই এলাকার মৃত চহনা রবি দাসের পুত্র মাখন রবিদাস (৩০), মৃত মহন রবি দাসের পুত্র অরুন রবি দাস (৩৫), সঞ্জয় রবিদাস (৩২), হরিলাল রবি দাস (৪২), মৃত চহনা রবিদাসের পুত্র সাগর রবি দাস (২০) রুবেল রবিদাস (১৮)। জানা যায়, মৃত সুখর রবি দাসের পুত্র খোকন রবি দাসের সাথে তার আত্মীয় সাগর রবিদাসের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি গতকাল শুক্রবার সকালে সমাধানের জন্য শালিশ চলাকালীন সময় পূর্বপরিকল্পিতভাবে শ্রীযতন রবি দাসের পুত্র জুগেস রবি দাসসহ ৭-৮ জনের একদল দেশী অস্ত্র লোহার রড রামদাসহ উল্লেখিতদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।