স্টাফ রিপোর্টার ॥ ৯০ এর দশকের হবিগঞ্জের সর্বাধিক আলোচিত ক্রীড়া ও সামাজিক সংগঠন এ্যাসেড গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক মনু ইন্তেকাল করেছেন। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ এপ্রিল সকালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এ্যাসেড গ্রুপের নেতা হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুল হক শাহী, যুক্তরাষ্ট্র প্রবাসী ইমানুয়েল সরকার উদয়, মোঃ আব্দুল হান্নান তাহির, ইটালী প্রবাসী শেখ শাহার জামান, সাফিউল ইসলাম সাফি, বর্তমান সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দাস, সংগঠক মোশারফ হোসেন খান শান্ত, পীযুষ চক্রবর্তী, মোঃ নাছির উদ্দিন, মান্না রায়, শিবু দেব, মোঃ তাজুল ইসলাম, এড. বিজন বিহারী দাশ, অভিমান্য দাশ, আমির আলী, সোহেল আফজাল, ভূবন দত্ত, রামেন্দ্র সরকার, প্রদীপ রায়, মজিবুর রহমান মুজিব, ও স্বপন লাল বনিক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।