স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পাহাড়ি এলাকায় সাঁতার না জানায় ছড়ায় গোসলে গিয়ে হীরামনি মাল (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দাড়াগাঁও চা বাগানের পুরান টিলার মৃত ভানু মালের স্ত্রী।
গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) সকালে চুনারুঘাট থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে থানার এসআই আব্দুল মোতালেব, এসআই মশিউর রহমানসহ একদল পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় দুপাছড়া থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে রাত সাড়ে ৯ টায় মরদেহ চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, দুপাছড়ায় গোসল করতে যান ওই নারী। সেখানে অসাবধানতাবশত ছড়ার গভীরে চলে গেলে তলিয়ে যান তিনি। এ সময় আশপাশের লোকজন ছড়ায় খোঁজাখুজি করে ব্যর্থ হন। পরে থানায় খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছড়া থেকে হীরামনি মালের মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি- হীরামনি মাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। গোসল করতে পুকুরে গেলে সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ জানান, ময়নাতদন্ত শেষে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।