স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন আহমেদ। গতকাল বুধবার বিকেল ৪ টায় হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সস্থ ফুড ভিলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনা করে মোঃ শাহিন আহমেদ বলেন, ‘হবিগঞ্জ বাসীর উন্নয়নের স্বার্থে প্রার্থী হয়েছি। জেলার সকল সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করার কারণে সে দেশের নাগরিকতা অর্জন করি। বর্তমানে আমেরিকার নাগরিকতা বাতিল করে হবিগঞ্জবাসীর উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের পাশে এসে দাড়িয়েছি। তাই জেলার সকল ভোটার, সাংবাদিক, শুভাকাংখি ও সচেতনবাসীর সহযোগিতা প্রয়োজন’। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম.এ মোতালিব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ইন্ডেপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নাালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, দৈনিক আজকের হবিগঞ্জ-এর বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি’র সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, দ্যা ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, হবিগঞ্জ সমাচারের যুগ্ম সম্পাদক কাজল সরকার, বার্তা সম্পাদক জাকারিয়া চৌধুরী, চীপ রিপোর্টার আখলাছ আহমেদ প্রিয়, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বিজয়ের প্রতিধ্বনি’র বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আমীর হামজা ও দৈনিক খোয়াই স্টাফ রিপোর্টার সৈয়দ শালিক।