বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, সমুদ্র বিজয় বর্তমান সরকারের বিশাল অর্জন। শেখ হাসিনা সরকার কথাও কাজে বিশ^াসী। জনপদের উন্নয়ন ও প্রতিশ্র“তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। হুমকি-ধামকি দিয়ে কাজ হবেনা। ৫ বছরই এই সরকার ক্ষমতায় থাকবে। উন্নয়ন, মানবসেবা ও মৌলিক অধিকার পূরণে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেম্বার মোঃ নুর মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। সাধারন সম্পাদক কামলা হাসান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম এ মুকিত চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা খোকন চৌধুরী, আওয়ামীলীগ নেতা তালুকদার আবুল কউছার, আবদুল মজিদ, মীর্জা আলী হায়দর, মোঃ বশর মিয়া তালুকদার, সুশীতল কুমার রায়, কুর্শি ইউনিয়ন পুজা কমিটির সাধারন সম্পাদক রঞ্জু দেব, ইউনিয়ন যুবলীগ সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম, সাধারন সম্পাদক নেছার আহমদ জগলু, যুবলীগ নেতা জামাল খান, আবুল হোসেন আখঞ্জী, হাফিজ খাঁন, আবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তৌফিক সরদার, ছাত্রলীগ সাধারন সম্পাদক তুহিন চৌধুরী, ছাত্রলীগ নেতা সাগর খাঁন, কাউছার কবির, লিকছন মিয়া, সোলেমান সরদার, মহসিন প্রমূখ। আয়োজিত ইফতার মাহফিলে কয়েক শতাধিক মুসল্লী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য আওয়ামীলীগ কমেন্টি শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ অনর উদ্দিন জাহিদের অর্থায়নে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।