মাধবপুর প্রতিনিধি ॥ জাতীয় দৈনিক সহ স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের জেলা প্রশাসকের সহযোগিতায় তিন কন্যা সন্তানের জননী শাহেনা আক্তার গৃহ নির্মাণের টিন ও নগদ অর্থ পেয়েছেন। কয়েক দিন পুর্বে পত্রিকায় মাধবপুরে ভাঙ্গা ঘরে শাহানা বেগমের মানবেতর জীবনযাপন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে হবিগঞ্জে জেলা প্রশাসক ইশরাত জাহানের। এরই ফলশ্রুতিতে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশেক্রমে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন শাহেনার কাছে টেউটিন ও নগদ অর্থ প্রদান করেন। বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, আমরা সংবাদ সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে থাকি। তাই অসহায় মানুষের মানবেতর জীবন যাপনের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরি। তারই প্রেক্ষিতে অসহায় শাহেনা গৃহ নির্মাণের টিন ও নগদ অর্থ পেয়েছেন। মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, আমরা অসহায় শাহেনার গৃহ নির্মাণের টিন ও নগদ অর্থ প্রদান করেছি।