স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা প্রদর্শন না করার অপরাধে হবিগঞ্জ এক্সপ্রেস পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে শহরের খাজা গার্ডেন সিটিতে মোবাইল ও মোবাইল যন্ত্রপাতি বিক্রির দোকানপাতে পরিচালিত মোবাইল কোর্টে পণ্যের গায়ে মুল্যমান না থাকা, ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে। এ সময় পুলিশ বাহিনী সদস্যরা সহায়তা করেন।