নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, দীর্ঘস্থায়ী বিরোধ নিষ্পত্তিসহ মাদক, নারী ও শিশু নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে নবীগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিভিন্ন স্থানে বিট পুলিশিং সভার আয়োজন করে আসছেন। তার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে পৌরসভার ৪, ৫, ৬নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৫নং বিট পুলিশিংয়ের উদ্যোগে রাজাবাদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপরোক্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম এর সভাপতিত্বে উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আবদুল কাইয়ুম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিট অফিসার এসআই আবু সাঈদ, সাবেক কাউন্সিলর সুন্দর আলী, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, ভজন সরকার, নিপেশ দাশ, সহকারী শিক্ষক ডেইজি আক্তার, জসিম উদ্দিন, আব্দুল মতিন এএসআই সৌরভ দাশ প্রমূখ। বিপুল পরিমানের লোকজনের উপস্থিততে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আব্দুল কাইয়ুম বলেছেন, মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও নারী নির্যাতনের মতো অপরাধের সাথে কোন আপোষ নেই। এক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, যে কোন অসংগতি পরিলক্ষিত হলে সাথে সাথে বিট অফিসসহ থানায় যোগাযোগ করবেন। এছাড়া একটি এলাকায় আইনশৃংখলা উন্নত রাখতে হলে সকলের সহযোগিতার বিকল্প নাই।