সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে গ্রাহকের আমানত নিয়ে নিশান’র পালিয়ে যাওয়ার চেষ্টা অফিসে কর্মকর্তারা অবরুদ্ধ বাহুবলে মাজারের কবরস্থানে লাশ দাফনে বাঁধা দেয়ার অভিযোগ ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য জি কে গউছের আহ্বান অনানুষ্ঠানিক খাতে নারীদের কর্মের অর্থনৈতিক স্বীকৃতি প্রয়োজন-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এনটিভি ইউরোপের ব্যুরোচীফ ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরীর দাদীর ইন্তেকাল ॥ শোক শহরে আইনজীবী ও তার স্বামীকে কারাগারে প্রেরণ ॥ মামলা রুজু শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও ওজনে কম দেয়ায় ॥ শহরের আদি গোপাল সহ ৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ওজনে কম দেয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর নেতৃত্বে গতকাল হবিগঞ্জ শহর, মাধবপুর এবং শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা এ জরিমানা করা হয়।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, র‌্যার ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ এবং বিএসটিআই এর নেতৃত্বে হবিগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করার অপরাধে হবিগঞ্জ শহরের আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের রূপক চন্দ্র দাসকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই অপরাধে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের কৃষ্ণ চন্দ্র মোদককে ৭৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া মাধবপুরের জগদীশপুর ফিলিং স্টেশনে ওজনে কম দেয়ায় কাজী জোবায়েদ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, আল আমিন সিএনজি ফিলিং স্টেশনের মোঃ তাজ্জলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং শায়েস্তাগঞ্জের মেসার্স মা ফিলিং ষ্টেশনের মোঃ কদর আলীকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এর অভিযানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শায়েস্তাগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা, ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪ (১), ২৯, ৩২ (১), ৩২ (৩) ধারা এবং ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক এ সব অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com