এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অর্ন্তভুক্ত বাংলা বাজার অভিযোগ কেন্দ্রের আওতাধীন রতনপুর গ্রামে বিদ্যুৎ বিভাগের দায়িত্বে অবহেলা ও গাফলতির কারনে রবিবার (২৪ এপ্রিল) বিকালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ গেল ৬ বছরের শিশু কন্যা স্থানীয় মাদ্রাসার ছাত্রী তানিশা বেগম এর। নিহত তানিশা ওই গ্রামের ওমান প্রবাসী আব্দুল মালিকের মেয়ে। ক্ষুব্ধ এলাকাবাসী বাংলা বাজার অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ মোঃ ইব্রাহিমকে আটক করে গণধুলাই দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান তাকে উদ্ধার করেন। পরে মৃতদেহ থানায় নিয়ে এসে ছুরতহাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে বিদ্যুতিক তারসহ গাছপালা লন্ডভন্ড হয়ে পড়ে। এতে অন্যান্য এলাকার মতো বাংলা বাজার অভিযোগ কেন্দ্রের আওতাধীন কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামে বিদ্যুতের মেইন তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। রবিবার দুপুরে সুলতানপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শোয়েব মিয়া বাংলা বাজার অভিযোগ কেন্দ্রে গিয়ে ইনর্চাজ মোঃ ইব্রাহিমের নিকট মেইন তার রাস্তায় পড়ে থাকার অভিযোগ করেন। এ সময় ইনর্চাজ ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে তাকে ধমক দিয়ে বের করে দিয়ে কয়েকটি লাশ পড়লে অভিযোগ করো বলে বিদায় করে দেন। লাইন মেরামত না করেই বিদ্যুৎ চালু করেন অভিযোগ কেন্দ্র। বিকাল ৩ টার দিকে মাদ্রার ছাত্রী রতনপুর গ্রামের ওমান প্রবাসী আব্দুল মালিকের মেয়ে শিশু কন্যা তানিশা বেগম (৬) পাশের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে। মুর্হুতের মধ্যে তানিশা মৃত্যুর খোলে ঢলে পড়ে। এ সময় বাংলা বাজার অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ মোঃ ইব্রাহিম ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণ ধুলাই দিয়ে আটক করে রাখেন। খবর পেয়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ এর নেতত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সহযোগিতায় বিদ্যুৎ অফিসের কর্মকর্তাকে উদ্ধার করে চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। পরে শিশু কন্যার মৃতদেহ নবীগঞ্জ থানায় নিয়ে এসে ছুরতহাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির বাংলা বাজার অভিযোগ কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিদের এমন গাফলতি দায়িত্বে অবহেলায় একটি শিশুর প্রাণ চলে যাওয়ার ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ ও লাইন ট্যাকনেশিয়ান মোঃ ইব্রাহিমের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানিয়েছেন। এ ব্যাপারে বাংলা বাজার অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ মোঃ ইব্রাহিম বলেন, এটা একটা দূর্ঘটনা। ঘুর্ণিঝড়ে বির্পযস্ত তার গুলো মেরামত করা হয়েছে। বেখেয়ালে হয়তো বা রতনপুর এলাকায় ওই তার গুলো মেরামত করা সম্ভব হয়নি। এছাড়া উক্ত ইনচার্জ মোঃ ইব্রাহিম এর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আলী বর্ধিখান সুজন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জিএম মোতাহের হোসেনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।