স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও গণিত, বাংলাদেশ বিষয়াবলী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ- এই ৫টি বিষয়ে ৩টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রবিবার আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে কালেক্টরেট প্রাঙ্গণে নিমতলায় জাতির পিতার নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।