মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বদলে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যায়ের যোগাযোগ ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। হয়েছে নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সেতু। এতে সহজ হয়ে আসছে গণমানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন ব্যবস্থা। কমেছে সময়ের অপচয়। আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যোগাযোগ উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে সরকার। দেশের যোগাযোগ অবকাঠামোর এ উন্নয়নে সমাজের সব স্তরের মানুষ এর সুফল ভোগ করছে। যোগাযোগ ব্যবস্থার এ উন্নয়ন দেশের অর্থনীতি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষা, সামাজিক ব্যবস্থায়ও আমূল পরিবর্তন এসেছে।
গতকাল রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলম প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আরো বলেন, বর্তমান সরকার শতভাগ বাসায় বিদ্যুৎ পৌছে দিয়েছে, বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রাম থেকে শহর, সামনের দিনগুলোতে আরো অনেক পরিবর্তন আসবে, সরকার চায় সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় দেশটা এগিয়ে যাক, আমরাও প্রজাতন্ত্রের লোক হিসেবে সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের আমলে কেউ গৃহহীন থাকবে না, পর্য্যায়ক্রমে সকল গৃহহীনদের জন্য বাসস্থান করে দিচ্ছে সরকার। এসকল উন্নয়নের পাশাপাশি দেশের অসহায়-দুঃস্থ মানুষদের জন্যও খুব আন্তরিকভাবে কাজ করছে সরকার। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে ২য় কিস্তিতে প্রাপ্ত অসহায়-দুঃস্থ নারী-পুরুষের মাঝে ১০টি হুইল চেয়ার ও রবিদাস পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।