স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। বারবার তাদের আটক করেও এ ব্যবসা দমন করা যাচ্ছে না। পুলিশের তালিকায় হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় শতাধিক মাদক স্পট রয়েছে এবং ৫ শতাধিকেরও বেশি চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে। এ সব স্পট থেকে বিভিন্ন সময় আইন শৃংখলা বাহিনী কিছু মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে কারাগারে প্রেরণ করলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। তবে অনেক রাঘব বোয়াল মাদক বিক্রেতারা বরাবরের মতোই থেকে যায় ধরাছোয়ার বাইরে। আবার কিছু অসাধু আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কমিশনের ভিত্তিতে তাদের কে সুযোগ করে দেয়। এখন চলছে মাহে রমজান। কয়েকদিন পরেই ঈদ। আর ঈদকে সামনে রেখে শহরে এখন মাদকের ছড়াছড়ি। ঈদকে ঘিরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। প্রতিদিনই জেলার বিভিন্ন স্পট দিয়ে আসছে মাদকদ্রব্য। মদ, ইয়াবা, গাঁজা, হিরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য এখন সীমান্ত এলাকাসহ শহরজুড়ে সয়লাব। অনুসন্ধানে জানা যায়, শহরের বড় বহুলা, উমেদনগর, শশ্মানঘাট, মাছুলিয়া, রাজনগর, উত্তর শ্যামলী, গোসাইপুর, দক্ষিণ শ্যামলী, শায়েস্তাগঞ্জের নিজগাঁও, বিরামচর, মহলুল সুনাম, লেঞ্জাপাড়া, চুনারুঘাটের উবাহাটা, নতুন ব্রিজ, আসামপাড়া, আমুরোড, উসমানপুর, জারুলিয়া, মাধবপুরের ধর্মঘর, মনতলা, চৌমুহনী, ইটাখোলা, তেলিয়াপাড়া, নোয়াপাড়া, নবীগঞ্জের তিমিরপুর, ইমামবাড়ি, পানি উমদা, বাংলা বাজার, শেরপুর, ইনাতগঞ্জ, বাহুবলের ডুবাঐ বাজার, মিরপুর বাজার, লামাতাশি, চারিগাঁও, বানিয়াচংয়ের নন্দিপাড়া, রতœা, খাগাউড়া, কাগাপাশা, মার্কুলি, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন বাজারে বিভিন্ন স্পটে হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ নেশাজাতীয় ইনজেকশন বিক্রি হচ্ছে। এসব স্পটে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বিক্রি হয়। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই মাদকের মজুদ বাড়াচ্ছে মাদক কারবারীরা। ভারত থেকে লাখ লাখ টাকার মাদক সীমান্তের বিভিন্ন স্পট দিয়ে এপারে আসার পর বিভিন্ন এলাকায় তা সরবরাহ করছে মাদক বিক্রেতারা। মাদক বিক্রেতারা বিভিন্ন কৌশলে উপজেলা জুড়ে সক্রিয় এখন। আর মাদকের টাকা যোগাড় করতে ওই সব এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। যুব সমাজ যাচ্ছে বিপথে।