রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ১৫টি দোকান পুড়ে চাই কোটি টাকার ক্ষয়-ক্ষতি বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৮তম জন্মদিন আজ সাংবাদিককে আইনজীবির চড় থাপ্পড় ॥ শাস্তির দাবী শহরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান লাখাইয়ে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ লাখাই’র মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না হবিগঞ্জে ৩ দিনব্যাপী ‘নাট্যভাস্কর উৎসব’ সমাপ্ত হবিগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত মাধবপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা চেষ্টা করে যাচ্ছেন ওসি মামুন

ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটাচ্ছে মাধবপুরে শাহানা বেগমের পরিবার

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩১২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ ঘরের চালের টিনের ফোটো দিয়ে বৃষ্টির দিনে মেঝেতে পানি পড়ে। জরাজীর্ণ টিনের বেড়া ভেঙ্গে হেলে পড়েছে। বেড়ার ফাঁক ফোকর দিয়ে এখন প্রতিনিয়তই ঠান্ডা বাতাস আসা যাওয়া করে ঘরের ভেতরে। ঘরটিও বেশ ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের অনাকাংখিত দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই ভাঙ্গা ঘরটিতে অসুস্থ স্বামী ও ৩ মেয়ে সহ পরিবারের ৫ জন সদস্য বসবাস করে আসছে। মাটিতে হাঁস-মুরগিসহ কোনো রকমে গাদাগাদি করে থাকছেন মাধবপুরে পৌরসভার ১নং ওয়ার্ডে বাসিন্দা অসহায় শাহানা বেগম ও তার পরিবারের সদস্যরা। স্বামী ও তিন মেয়েকে নিয়ে থাকছেন এক চালার একটা ভাঙ্গা ঘরে। আর্থিক অস্বচ্ছলতার কারণে মাথাগোঁজার ঠাঁই একমাত্র এই ঘরটি মেরামত করতে পারছেন না তিনি। নতুন ঘর নির্মাণের সামর্থ্যও নেই তার। নিরুপায় হয়েই ভাঙ্গা ঘরে রোদ বৃষ্টি ঠান্ডায় কষ্টে দিন কাটছে এই পরিবারটির। অসুস্থ হওয়ায় কোনো ধরনের কাজ করতে পারেন না উনার স্বামী নানু মিয়া। নানু মিয়া টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেননি। দীর্ঘ কয়েক বছর ধরে এখনোব্দি অসুস্থতা নিয়ে ভাঙ্গা ঘরে বসেই বেকার সময় কাটছে তার। তিন মেয়ে সন্তানের মধ্যে একটি মেয়েকে দিতে পারলেও বাকী ২ মেয়ের বিয়ের চিন্তায় ব্যাকুল। সাংসারিক খরচ চালানো ও স্বামীর চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। শাহানা বেগম জানান, নিজেই খেতে পারিনা। সন্তানদেরকেও খাওয়াতে পারিনা। স্বামীর চিকিৎসা খরচ চালাবো কিভাবে আর ভাঙ্গা ঘর মেরামতইবা করব কিভাবে। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। ভাগ্যে যা আছে তাই হবে। তার স্বামী নানু মিয়া জানান, আমি অসুস্থ মানুষ, সারাদিন পরে থাকি বিছানায়। মানুষের সাহায্য যা পাই তা দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে আছি। নিজে ও আমার স্ত্রী সন্তানদের মুখে খাবার দিতে পারিনা। ঘরে থাকার জায়গা নেই। ভাঙ্গা ঘর মেরামত করাও সম্ভব হচ্ছেন না। অন্তত মাথাগোঁজার ঠাঁই টুকু পেলে খেয়ে না খেয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাকিদিনগুলো কাটিয়ে দিতে পারতাম। প্রতিবেশী মোঃ জহির মিয়া জানান, শাহানা বেগম ও তার পরিবার একদম অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। সরকার পরিবারটি কে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারলে অসহায় এই পরিবারটি অন্তত মাথাগোঁজার ঠাঁই পেতো। প্রশাসন, জনপ্রতিনিধিসহ সমাজের সকল সুহৃদয়বান ব্যক্তিদেরকে এই পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই। স্থানীয় কাউন্সিলর আফজাল পাঠান জানান, পরিবারটির একদম গরীব ও অসহায়। আমি তাদেরকে সরকারের দেওয়া বিভিন্ন সাহায্য করে যাচ্ছি। এছাড়াও তাদের খোঁজখবর নিচ্ছি। সরকারি ভাবে এই অসহায় পরিবারটিকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com