শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ থানার নবাগত ওসি মাসুক আলীর যোগদান এবং সাবেক ওসি নুরুল ইসলামের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে ওসি (তদন্ত) আবু হানিফের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী। সভায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুল, শিবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান তফছির মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, শিবপাাশ ইউপির আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন,জলসুখা আওয়ামী লীগের নেতা মোঃ শাহাজান মিয়া, মোশাহিদ আহমেদ টেনু, ছাত্রলীগ সভাপতি মিলোয়ার হোসেন, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আজমিরীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইনচার্জ মোঃ মাসুক আলীকে ফুল তোরা দিয়ে বরন করেন সার্কেল পলাশ রঞ্জন দে ও বিদায়ী অফিসার ইনচার্জ নুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।