বানিয়াচং প্রতিনিধি ॥ ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। গতকাল রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এ সময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মখলিছ মিয়া প্রমুখ। এ সময় ইউএনও পদ্মাসন সিংহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অসহায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষ যাদের কোন ধরনের সহায় সম্বল নেই, সেই সকল মানুষকে বাছাইকে করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রতিটি গৃহের কাজের গুনগতমান বজায় রেখে কাজ করা হচ্ছে, কাজ চলাকালীন প্রতিটি মুহুর্তে কাজের তদারকি করছি, যাতে করে কেউ কোন ধরনের ত্রুুটি বিচ্যুতি না করতে পারে। পর্য্যায়ক্রমে বানিয়াচংয়ের ‘ক’ শ্রেণীভূক্ত সকল গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। এক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।