আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় মজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেসব্রিফিং হয়েছে। এ সময় প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুহুল আমিন, ওসি (তদন্ত) চম্পক দাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।