স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছর রমজান মাসের শেষ দিকে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন জেলা আওয়ামী লীগের একটি নিয়মিত কর্মসূচি। করোনার কারনে দুই বছর এই আয়োজন বন্ধ ছিল। ওই সময় ইফতারের টাকা দিয়ে দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুই বছর আবারও যখন শনিবার জেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় তখন রিতিমত মিলন মেলায় পরিণত হয় এই ইফতার মাহফিল। জেলার প্রতিটি উপজেলা থেকে ছুটে আসেন নেতা-কর্মীরা। আয়োজনটি আরও সমৃদ্ধ হয় সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে। উপস্থিতি ছিল মহাজোটের অনেক নেতাকর্মীর।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল হক। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।
সভাপতির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ ও দেশের মানুষের জনগনের সকল ক্ষেত্রে উন্নতি সাধন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীকে আরও সুসংগঠিত হওয়ার হতে হবে।
ইফতার মাহফিলে অংশ নেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বীজেন ব্যানার্জী, হাজী চেরাগ আলী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ডা. ছিদ্দিক আলীর বড় সন্তান ড. আনিছুজ্জামান, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক. অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, এনএসআইর উপ-পরিচালক আজমল হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট আফিল উদ্দিন, সজিব আলী, অ্যাডভোকেট মনোয়ার আলী, ডা. অসিত দাস, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, জেলা শ্রমিক লীগ সভাপতি আরব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক শংকর পাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু, জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, অ্যাডভোকেট শ্যামল কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা হায়দরুজ্জামান ধন মিয়া, কে এম সুফি, অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সম্পাদক মন্ডলীর সদস্য ডা. দেবপদ রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, আলমগীর খান, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কান্তি মোদক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, সদস্য আব্দুর রহিম, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, জাহির আহমেদ, স্বপন লাল বণিক, হাবিবুর রহমান খান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগ সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মেতালিব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন মাস্টার, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান ও সাবেক সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমূখ।