স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রভাষক মোঃ মোর্শেদ কামাল। সাধারণ সম্পাদক প্রাণেশ রঞ্জন দাশ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, ম্যাট লাইফ বাদল এজেন্সির ম্যানেজার বাদল রায়, এডঃ কামরুল হাছান চৌধুরী, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, হবিগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শফিকুর রহমান তোফায়েল।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জিতেশ রঞ্জন সুত্রধর এবং বস্ত্র বিতরণ উপকমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী কুতুব উদ্দিন, এডঃ সফিকুল ইসলাম, এড: আজিজুল হক চৌধুরী জুয়েল, আবু মোতালেব খান লেবু, জনতা ব্যাংক ম্যানেজার আঃ রকিব, মোঃ মকসুদ আলী, আনিসুর রহমান তালুকদার, ফরাশ উদ্দিন, আক্তারুজ্জামান, বখতিয়ার উদ্দিন তালুকদার শাহজাহান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক ফজলুল করীম খসরু ও গীতা পাঠ করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মাধব চন্দ্র রায়। অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষ কে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়।
আপনজন প্রতিষ্ঠার পর থেকেই শীতবস্ত্র, ঈদে শাড়ি লুঙ্গি, স্কুল ছাত্রদের শিক্ষা উপকরণ প্রদান ও করোনা কালে খাদ্য সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।