স্টাফ রিপোর্টার ॥ হযরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশালীন মন্তব্যকারী শ্রীকান্ত দাসের ফাঁসির দাবি করেছেন হাজার হাজার জনতা। গতকাল রবিবার দুপুরে ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ বানিয়াচং সমন্বিত ওলামা ঐক্য পরিষদ উদ্যোগে এক প্রতিবাদ সভায় বক্তারা নাস্তিক মুরতাদ শ্রীকান্ত দাসের ফাঁসির দাবী তুলেন।
হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে এবং মাওঃ কাজী আব্দুল জলিল ও পীরজাদা মাওলানা ফারুক আহমেদ-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা-অনতিবিলম্বে নাস্তিক শ্রীকান্ত দাস ও তার সহযোগীদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান। বক্তারা বলেন, হিন্দু-মুসলমানদের সম্প্রীতিপূর্ন পরিবেশে বসবাসরত এলাকায় শ্রীকান্ত দাস ও তার সহযোগীরা সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশালীন মন্তব্য করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। বক্তারা প্রশাসনকে অন্যান্য অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য আহবান জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, এডঃ কামরুল হাসান চৌধুরী, সাবেক মেম্বার মোঃ জানে আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফা কামাল আজাদ রাসেল, নুরুল হক মুন্সি, সামছুল হক তালুকদার, মাওঃ আব্দুল জলিল ইউসুফী, অধ্যক্ষ মাওঃ গোলাম সরওয়ার, মুফতি তাহের উদ্দিন সিদ্দিক, পীরজাদা মাওলানা শামছুদ্দিন, মাওলানা জসিম উদ্দিন খান, মাওলানা শাহনুর আলম মোজাহেদী, মৌলভী আবু তৈয়ব মুজাহেদী, আব্দুল হাকিম ফুল মিয়া, মোঃ মাসুদ মিয়া, নুর উদ্দিন, মুফতি তোফাজ্জল হক, মুফতি আজিজুর রহমান, মোঃ মজলিশ মিয়া, মোঃ আকল মেম্বার, মোঃ মাসুদ মিয়া প্রমূখ।
এদিকে রাসুল (সাঃ) সম্পর্কে কটুক্তিকারী ইকরাম বাজারের কম্পিটার ব্যবসায়ী শ্রীকান্তের ফাসির দাবিতে ইকরাম প্রাইমারী স্কুল মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিন বানিয়াচঙ্গ উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি তাফাজ্জুল হক ও সেক্রেটারী আজিজুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লীরা বিরাট মিছিলসহকারে সমাবেশে যোগদান করেন। সমাবেশে শ্রীকান্তসহ তার সহযোগিদের ফাসি দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি প্রদান করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমেদ, প্রচার সম্পাদক কাবীরুল ইসলাম, সালিম আহমেদ, আব্দুল মতিন, আব্দুল কাউয়ূম, আবিদুর রহমান, মুদাছির আহমেদ, খলিল আহমেদ, মুখলিছুর রহমান, মুজাম্মিল আহমদ, হাফেজ নুরুল ইসলাম প্রমুখ।