স্টাফ রিপোর্টার ॥ আজ ২৪ এপ্রিল বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ আলীর ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের সন্তানদের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ২য় ছেলে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম সুরুজ আলীর আতুকুড়া বাজারস্থ আখনজী নিবাসের ভবন বানু মহলের বাসভবনে ইফতারের সময় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও শুভাকাংক্ষীরা উপস্থিত থাকবেন। সাংবাদিক এসএম সুরুজ আলী তাঁর পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, মরহুম আজাদ আলী সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্যক্তি জীবনে পরহেজগার (আমলী) ছিলেন। তিনি ২০১৯ সালের ১০ এপ্রিল সকালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন চিকিৎসা নেয়ার পর ২৪ এপ্রিল ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। প্রথম জানাজার নামাজ আতুকুড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। ২য় জানাজার নামাজ মরহুমের পৈত্রিক নিবাস হবিগঞ্জ সদর উপজেলার গজারিয়াকান্দি গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। পরে গজারিয়াকান্দি গ্রামের কবরস্থানে মরহুমের বাবার কবরের পাশে দাফন করা হয়। মরহুম আজাদ আলী মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।