প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল শনিবার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এবং শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব লন্ডন প্রবাসী মোঃ রকিব আহমেদ এর সার্বিক সহযোগিতায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস ছালাম মেম্বার এর সভাপতিত্বে পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ, জেলা সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, জেলা জাপানেতা ফরিদ মিয়া, নুরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাসিম মেম্বার, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল রহিম, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছ মিয়া, সাধারণ সম্পাদক সাবউদ্দিন প্রমুখ।
ইফতারের পুর্ব জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ সহ শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির প্রয়াত নেতৃবৃন্দের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন জেলা জাতীয় ছাত্র সমাজনেতা মোল্লা মোঃ হেলাল।