স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল এর উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ প্রমুখ। ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে এ বছর পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে।