চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদ্য প্রকাশিত ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৮ জন কৃতি শিক্ষার্থী ও মেডিকেলে ভর্তি পরিক্ষায় উর্ত্তীণ ৫ জনকে পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় পাঠাগার ভবনে এ উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম মিজানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- রশিদপুর গ্যাস ফিল্ডের পরিচালক প্রশাসন ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা গোলাম রব্বানী মিন্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন-পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সুহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্য আব্দুল্লাল মামুন, সাবেক প্রধান শিক্ষক অ্যাডভোকেটে আব্দুল আওয়াল, রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পদক্ষেপ গণ পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, মনিরুল ইসলাম জুয়েল, সিরাজুল ইসলাম সেলিম, দাতা সদস্য আহসানুল হক সেবক, অ্যাডভোকেট মোস্তাক বাহার, ব্যাংকার নাছির চৌধুরী, জুবায়েদা আক্তার, পদপে গণ পাঠাগারের সফিকুল ইসলাম, নুর উদ্দিন প্রমূখ। এ সময় উপস্থিত অতিথিগন ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ও মেডিকেলে চান্সপ্রাপ্তদের উদ্দেশ্যে বিভিন্নরকম দিকনির্দেশনা মূলক বক্তব্য পরামর্শ দেন। সংবর্ধিত ব্যক্তিগণ সংক্ষিপ্ত বক্তব্যে তাদের অনুভূতি প্রকাশ করেন। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন- পুলিশ ক্যাডারে (শাবির) সঞ্জীব দেব, পুলিশ ক্যাডারে আশরাফ উজ্জামান (শাবি), ট্যাক্স ক্যাডারে ইসমাইল মোর্শেদ জাহাঙ্গীর, শিক্ষা ক্যাডার প্রাপ্তরা হলেন (ঢাবির) হাফেজ মোঃ হুমায়ূন কবির, জবির জসিম উদ্দিন, বৃন্দাবন সরকারি কলেজের ইব্রাহিম হোসাইন খোকন, শাবির শরিফুল ইসলাম হিমেল, ঢাবির মাহবুবা শিপু এবং মেডিকেলে চান্সপ্রাপ্তরা হল-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরে সায়েম আহমেদ সাদী, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে মোহান্নাদ চৌধুরী, শের ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল ফুয়াদ আল সাঈদ, শেখ সাহেরা মেডিকেল গোপালগঞ্জ নাইমুজ্জামান নাবিদ ও নন্দিত দেব মৌ। প্রসঙ্গ, পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে আলোকিত চুনারুঘাট বিনির্মানে আমরা সবাই সহযাত্রী স্লোগানকে ধারণ করে ৪০ তম বিসিএস এ চুনারুঘাটের ৮ জন কৃতি সন্তান বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় ও মেডিক্যাল কলেজে ৫ জন চান্সপ্রাপ্তদের নিয়ে সংবর্ধনা ও তাদের সম্মানে ইফতারের আয়োজন করে।