নবীগঞ্জ বুরে্যা ॥ নবীগঞ্জ পৌর বিএনপি গ্রুপিংয়ের আগুনে জ্বলছে। শক্তি বৃদ্ধির মহড়ায় নেমেছে উভয় গ্রুপ। ইতিমধ্যে শক্তি দ্বিগুন বৃদ্ধি পেয়েছে নবীগঞ্জ পৌর বিএনপির। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নবীগঞ্জ পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠনের কথা থাকলে কমিটি গঠন করা হয়েছে ১৮টি। পৌর বিএনপির আহ্বায়ক করেছেন ৯টি কমিটি আর যুগ্ম আহ্বায়ক করেছেন ৯টি কমিটি। এতে চাঙ্গা করে তুলা হয়েছে দলকে।
এদিকে জেলা কমিটির সাথে কোন ধরনের যোগাযোগ না করেই নিজেদের মতো করে আগামী ৯ মে সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরীর নেতৃত্বাধিন অংশ। এ খবর পেয়ে যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী ও নাজমুল ইসলামের নেতৃত্বাধিন অংশ চাঙ্গা হয়ে উঠেছে। তাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা। গতকাল তারা মিটিং করেছে। তারা ঘোষিত এক গ্রুপের সম্মেলনের তারিখ প্রত্যাখ্যান করে কেন্দ্র ও জেলা কমিটির সিদ্ধান্তের প্রতি অটল রয়েছেন। এ নিয়ে নবীগঞ্জ পৌর বিএনপি’র বিভক্ত দু’গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও সংঘাতের আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বিএনপি জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে কয়েকটি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৮ মে নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। ফলে উপজেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি নিয়ে মাঠে সরব রয়েছেন। এদিকে নবীগঞ্জ পৌর বিএনপিতে দেখা দিয়েছে বিশৃংখলা। গ্রুপিংয়ে হাবুডুব খাচ্ছেন নেতৃবৃন্দ। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনীসহ কয়েকজন সিনিয়র নেতা। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী ও নাজমুল ইসলাম সহ কয়েকজন সিনিয়র নেতা। উভয় গ্রুপের নেতৃবৃন্দ মাঠে নেমেছেন নিজেদের গ্রুপ ভারী করার লক্ষ্য নিয়ে। এতে কর্মীরা পড়েছেন বিপাকে। ইতোমধ্যে পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী নেতৃত্বাধিন গ্রুপ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৯টি কমিটি গঠন করেছেন। অপর দিকে যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী ও নাজমুল ইসলাম নেতৃত্বাধিন গ্রুপও পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৯টি কমিটি গঠন করেছেন। উভয় গ্রুপই এগিয়ে যাচ্ছে সমান মনোনবল নিয়ে। ফলে চাঙ্গা ভাব এসেছে নবীগঞ্জ পৌর বিএনপিতে। এরই মাঝে গত বৃহস্পতিবার একটি ইফতার মাহফিলে পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী নেতৃত্বাধিন গ্রুপ আগামী ৯ মে পৌর বিএনপির সম্মেলনের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী, যুবরাজ ঘোপ, রসময় শীল, ভজন সরকার, সুন্দর আলী, জয়নাল আবেদীন, নুরুল আমীন, লুৎফুর রহমান মাখন প্রমুখ। এই খবর প্রচার হলে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম নেতৃত্বাধিন গ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে গতকাল শুক্রবার বিকালে ওই গ্রুপ জরুরী সভা আহ্বান করে। এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন মিটু, অরবিন্দু রায়, জয়নাল আবেদীন, ছালেক মিয়া, আলাউর রহমান, আতাউর রহমান চৌধুরী ও আব্দুল মুকিত লাল প্রমুখ। সভায় বক্তারা এক গ্রুপের ঘোষিত সম্মেলনের তারিখ প্রত্যাখ্যান করে কেন্দ্র ও জেলা কমিটির সিদ্ধান্তের প্রতি অটল রয়েছেন। জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী তারা এগিয়ে যাবে।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নবীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনের কোন তারিখ জেলা থেকে দেয়া হয়নি। তিনি বলেন, পৌর বিএনপির বিরাজমান বিরোধ মিমাংসায় তিনি (জিকে গউছ) সহ সাবেক এমপি শেখ সুজাত মিয়া ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিমকে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা উভয় গ্রুপের নেতৃবৃন্দকে নিয়ে বসে সমঝোতার মাধ্যমে পৌর বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
তিনি বলেন, আগামী ৮ মে নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সে লক্ষ্যে সম্মেলন বাস্তবায়নে নবীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কাজ করছেন।