স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, আটঘরিয়া গ্রামের মৃত শের আলীর পুত্র জিতু মিয়া (৪৫), লাখাই উপজেলার সিংহ গ্রামের মৃত আকরাম আলীর পুত্র আলামিন (৩২), বানিয়াচং উপজেলার হিয়ালা মক্রমপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের পুত্র সেলিম মিয়া (৩৫), আটঘরিয়া গ্রামের মৃত আতর আলীর পুত্র এখলাছ মিয়া (৫০), একই গ্রামের ফরহাদ মিয়া (২০)। গত বৃহস্পতিবার ভোর রাতে ডিবি পুলিশের এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ পইল আটঘরিয়া গ্রামের আহাদ মিয়ার বোর্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় জুয়াখেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আহাদ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে একটি মামলা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলেই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।