স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের পূর্ব পইল জামে মসজিদের সাবেক ইমাম মরহুম রহমত আলী মুন্সীসহ গ্রামের সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গ্রামের যুব উন্নয়ন পরিষদের সহযোগিতায় এবং বিশিষ্ট মুরুব্বি উমর আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পইল ইউনিয়স আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সাহেব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, পইল গ্রামের বিশিষ্ট মুরুব্বি নুর মোহাম্মদ, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: কোরবান আলী।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আমার হবিগঞ্জের স্টাফ রিপোর্টার এম এ রাজা, গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহমান, তৌহিদুল ইসলাম, আতর আলী, আব্দুল মালেক, আব্দুল খালেক, পূর্ব পইল জামে মসজিদের ইমাম হাফেজ মো: শামসুল ইসলাম, পূর্ব পইল কবরস্থান জামে মসজিদের ইমামা হাফেজ আব্দুল হক, মো: কামরুল ইসলাম, আব্দুল আলীম, গিয়াস উদ্দিন, শরীফ উদ্দিন, সংগঠনের সভাপতি আবিদ উল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া সজলসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে মোনাজাত করে বিশিষ্ট মাওলানা আব্দুল আজিজ নোমানী।