চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রানীগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগ মহান বদর দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইসলামী ছাত্রসেনা রানীগাঁও ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১৯ রমজান বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান সরকার তৌফিক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব মাওলানা সোলাইমান খান রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম,কাজী মাওলানা আবুল খায়ের সানু, আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম তরফদার, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, হাজী মোঃ আইয়ুব আলী মেম্বার, কাউছার আহমদ রুবেল, মোঃ মানিক মেম্বার, হাজী মোঃ আব্দুল খালেক মোঃ উস্তার মিয়া, মৌলানা হোসাইন আহমদ, হাজী মোঃ জাকির জমাদার, আব্দুল আউয়াল সুমন, মোঃ রহমত আলী, মোস্তাক আহমদ সরকার, মোঃ সাফায়ত সরকার, আবুল খায়ের, মোঃ হারুনর রশিদ, মোঃ রকিব মিয়া, মোঃ আলী আমজাদ চৌধুরী, শায়ের মোঃ রিপন মিয়া, মোঃ এনাম মিয়া, মোঃ রায়হান আহমদ প্রমূখ। পরে মোঃ হারুনর রশিদকে সভাপতি, আলী আমজাদ চৌধুরী সাধারণ সম্পাদক ও রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। মিলাদ শরিফ ও ইফতার এর মাধ্যমে সমাপ্ত হয়।