স্টাফ রিপোর্টার ॥ গত বুধবার যুক্তরাজ্যের লোটন শহরে হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ এনামুর রশীদ জুয়েলের পরিচালনায় হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার জিল্লুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী, সংবর্ধিত ব্যক্তি জিল্লুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা রুহুল আমীন খান। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ইয়থ এসোসিয়েশনের সভাপতি নূর উদ্দিন বুলবুল, সৈয়দ মোস্তাক আহমেদ, সধীব লাল দাশ, জামাল উদ্দিন, নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি ডাঃ খায়রুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক ইফতেখার আলম, হাজি মোঃ আব্দুর নূর, সাজ্জাদুর রহমান, সৈয়দ আব্দুর রউফ, সৈয়দ আব্দুর কাজিম রায়হান, মেনন রশীদ, ময়নুল ইসলাম দুলাল প্রমূখ।