স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, শান্তির ধর্ম ইসলাম কখনোই জঙ্গিবাদ, নাশকতা ও হত্যাকে সমর্থন করে না। দেশে ধর্মের নাম ব্যবহার করে একদল মানুষ ধর্মবিরোধী কার্যকলাপ করতে চায়। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এ সরকারের আমলে সকল শ্রেণি পেশার মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ পাচ্ছে। যারা ধর্মের নাম ব্যবহার করে দেশে নাশকতা সৃষ্টি করতে যায় তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকার হাবান জানান তিনি। লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল হাই এর পিতা হাজী মোঃ গোলাম আলীর রুহের মাগফিরাত কামনায় এই ইফতারের আয়োজন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নূরুল হক, মোহাম্মদ আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সহশ্রাধিক মুসল্লী অংশ নেন। ইফতারের পূর্বে মরহুম হাজী মোঃ গোলাম আলীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।