সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কামাল সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। গতকাল বিদ্যালয় অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন চৌধুরী। সভার কার্য বিবরনী অনুযায়ী প্রতিষ্ঠানের এডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, অধ্যক্ষ কামাল হোসেনের বিরুদ্ধে ২০২১ সালের অডিটকৃত হিসাব না দেয়া, অর্থ আত্মসাত, নিয়োগ কেলেঙ্কারী ও নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত রয়েছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ও কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম বিঘিœত হচ্ছে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণের মাধ্যমে আহ্বান করা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনটি অভিযোগ আনা হয়। উক্ত সভায় অধ্যক্ষকে বরখাস্ত করার পরামর্শ দেয়া হয়। অভিযোগে বলা হয়, মোবাইল ফোনে চাকুরি হারানোর ভয়ভীতি ও গালমন্দসহ বিদ্যালয়ের আয়াকে যৌন হয়রানি করেছেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান টিকিয়ে রাখার স্বার্থে অধ্যক্ষ কামাল হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল তাজকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া সাময়িক বরখাস্ত অধ্যক্ষ কামাল হোসেনকে বিধি বিধান অনুযায়ী সরকারী বেতন ভাতার অর্ধেক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে এক মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, অভিভাবক সদস্য মোঃ সাদিক মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ হামিদুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির। সভায় বলা হয় ওই অধ্যক্ষ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। যে কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।
উল্লেখ্য, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মোঃ কামাল হোসেন ইতিপূর্বে নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয় থেকেও বরখাস্ত হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com