স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের নবীগঞ্জ ব্যুরোচীফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম এর সহধর্মীনী সুলতানা বেগম (৪৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। শোক বার্তায় আলমগীর চৌধুরী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, মরহুমা সুলতানা বেগম ছিলেন একজন ধার্মিক ও পরহেজগার মহিলা। তিনি অত্যান্ত আন্তরিকতার সাথে মানুষকে বিভিন্ন সাহার্য্য সহযোগিতা করতেন।