স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের বড় ছড়া নদীর তীরে স্থাপনা নির্মাণ করেছে ভোগদখল করে আসছে। এতে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বড়ছড়া নদীটি রইছগঞ্জ বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। ৩/৪ জন ব্যক্তি ওই নদীর তীরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ ব্যহত হচ্ছে। পরিবেশের উপরও মারাত্মক প্রভাব পড়ছে। অভিযোগে সরকারী সম্পত্তিতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিগণকে উচ্ছেদ করে বড়ছড়া নদীর গতিপথ ও তীর উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের পথকে সহজ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।