স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের ময়না রিকমন (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই প্রিয়তোষসহ একদল পুলিশ মরদেহটি উদ্ধার করেন। এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাবাগান এলাকার পুরান টিলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ময়না ওই এলাকার দিলিপ রিকমনের স্ত্রী। স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরে ভোর রাতে হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেলে দেখতে পায় তার স্ত্রী পাশে নেই। বের হয়ে তিনি দেখেন বাড়ির পর্বে রান্নাঘরের পাশে পেয়ারা গাছের সাথে ঝুলছে। তখন স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এসে ময়নাকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখ। জানা যায়, বিগত ১০ বছর আগে শ্রীমঙ্গল উপজেলার বৌলাশী এলাকার সুভাষের রিকমনের মেয়ে ময়নাকে বিয়ে করেন দিলিপ। বিয়ের পর থেকে এ পর্যন্ত ৪টি সন্তান জন্মের পর মারা যায়। সন্তান না হওয়ায় পরিবারে প্রায়ই অশান্তি দেখা দেয়। ময়নার পরিবার ও তার স্বামী দিলিপের দাবি ৪টি সন্তান মারা যাওয়ার পর থেকে তার স্ত্রীর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সন্তান মারা যাওয়ার ক্ষোভে হয়তোবা সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি গতকাল বিকেলে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিএম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।