বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচংয়ে আদালতে মামলা করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে আদালতে দোকান দখলের মামলা করায় এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় হামলাকারীরা নারীদের শ্লীলতাহানিও করে। গত ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় কাগাপাশা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে দোকান মালিক কাগাপাশা গ্রামের অলি মিয়া চৌধুরীর পুত্র মো. মিজানুর রহমান চৌধুরী বাদি হয়ে একই গ্রামের মৃত মনর মিয়া চৌধুরীর পুত্র মোবারক মিয়া চৌধুরী, আছদ্দর মিয়া, আব্দুল জলিলের স্ত্রী সমলা বেগম চৌধুরী, নাসির মিয়া চৌধুরীর স্ত্রী মিঠু বেগম চৌধুরীসহ ১০ জনকে আসামি করে বানিয়াচং থানায় এজাহার দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, আসামিরা কাগাপাশা বাজারে মিজানুর রহমান চৌধুরীর মালিকানাধীন দোকান ঘর জোরে বলে দখলের পায়তারা করে আসছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী আদালতে ১৪৪ ধারার মামলা করেন। এর পর থেকেই আসামিরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে এবং ওইদিন রামদা, ফিকল, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়। এ সময় তার দোকানে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা সহ প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ছাড়া উক্ত হামলার খবর পেয়ে বাঁধা দিতে আসা মিজানুর রহমান চৌধুরীর লোকজনকেও তারা মারধোর করে গুরুতর জখম করে এবং রেজিয়া নামের এক নারীর শ্লীলতাহানি করে। এ দিকে মামলা দায়েরের পর থেকে আসামিরা মিজানুর রহমান চৌধুরী ও তার লোকজনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। যে কোনো সময় এ নিয়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com