নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক ইউনিয়ন ১৩৫৬/৮৮ আউশকান্দি আঞ্চলিক শাখার অন্তর্ভুক্ত দেবপাড়া মাইক্রোবাস শ্রমিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দেবপাড়া (বালিদ্বারা) বাজারে গতকাল বুধবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, সদস্য আহমেদ চৌধুরী ছায়েদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আউশকান্দি আঞ্চলিক শাখার সভাপতি মোঃ তজমুল হক, সাধারণ সম্পাদক শাহ্ ইসমাইল হোসেন, দেবপাড়া মাইক্রো স্ট্যান্ডের সভাপতি মোঃ আবুল কালাম, সহ-সভাপতি মোঃ দুলু মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মহন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, কোষাধ্যক্ষ শাহ্ আব্দুল হান্নান, সহকারী কোষাধ্যক্ষ ওলি মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক নাছির মিয়া, প্রচার সম্পাদক মোঃ নয়ন মিয়া, আঞ্চলিক শাখার সদস্য মোঃ জুয়েল মিয়া, মনি দেব, কাদির মিয়া, গুলজার মিয়া ও মোঃ সুহেল প্রমুখ। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।