আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক আল মামুন মুর্শেদ। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য যে, চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১৭টি ঘরের নির্মাণ কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন, এডিসি হবিগঞ্জ (শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলাম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মইন, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সহ স্থানীয় নেত্রী বর্গ।