স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে অভিযান চালিয়ে ৫ পাতা নিষিদ্ধ টেবলেট ও ২৫ গ্রাম গাঁজা সহ রোমান আহমেদ ভূঁইয়া (২১) নামে এক যুবককে নেশাগ্রস্থ অবস্থায় আটক করা হয়েছে। পরে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত নেশাখোর যুবক কাকাইলছেওয়ের বাসিন্দা বোরহান উদ্দিন ভূঁইয়ার পুত্র। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়েরর বাসিন্দা বোরহান উদ্দিন ভূঁইয়ার পুত্র রোমান আহমেদ ভূঁইয়া (২১) দীর্ঘদিন যাবৎ নেশা করার পাশাপাশি এলাকার নেশাখোরদের নিকট বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করে আসছিল। সম্প্রতি সে নেশা করে পরিবার ও এলাকাবাসীর শান্তি বিনষ্ট করে আসছিল। এ ছাড়া এলাকার নেশাখোরদের নিকট নেশাদ্রব্য বিক্রি করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছিল। তার কারণে পরিবারের লোকজন অতীষ্ট হয়ে উঠে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করে। পর তার দেহ তল্লাশি করে ৫ পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।