স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ কনস্টবল স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন স্ত্রী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতে মামলাটি দায়ের করেন শায়েস্তাগঞ্জের নসরতপুর গ্রামের আলফু মিয়ার মেয়ে তাহমিনা আক্তার ইমা। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য শায়েস্তাগঞ্জ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামী হচ্ছেন ইমার স্বামী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ছোটখেল গ্রামের আব্দুস সামাদের ছেলে পুলিশ কনস্টেবল ময়নুল ইসলাম। তিনি বর্তমানে মৌলভীবাজারে কর্মরত আছেন। শায়েস্তাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি জানান, মামলাটি তদন্তের জন্য তার কাছে দেয়া হয়েছে। তিনি ঈদের পর উভয়পক্ষকে ডাকবেন। তিনি বলেন, দু’পক্ষের কথা শুনে রিপোর্ট দেব। তবে আমরা চাইবো যেন তারা সংশোধন হয়ে যায়। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই ময়নুলের সাথে ইমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ময়নুল স্ত্রীকে বলেন চাকরির কঠোর পরিশ্রম তিনি করতে চাননা। তাই চাকরি ছেড়ে ইউরোপে যেতে চান। তাই ১০ লাখ টাকা প্রয়োজন। গত ২৮ জানুয়ারী শ^শুরালয়ে এসে ইমাকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একখন্ড জমি বিক্রি করে এ টাকার যোগান দেয়ার জন্য বলেন। এতে ইমা রাজি না হওয়ায় তাকে বেদম মারধর করেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্বজনরা এগিয়ে এলে ময়নুল মোটরসাইকেলে পালিয়ে যান। পরে আহত অবস্থায় ইমাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সুস্থ হয়ে ২৮ মার্চ আদালতে মামলাটি দায়ের করেন ইমা। আদালত মামলটি আমলে নিয়ে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে শায়েস্তাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।