লন্ডন প্রতিনিধি ॥ হবিগঞ্জ ইয়ূথ এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল এর হেড অফিসে আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান হবিগঞ্জ ইয়ূথ এসোসিয়েশন ইউকে এর সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এতে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল ইউকের সেন্ট্রাল চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সেন্ট্রাল ভাইস চেয়ারপার্সন ও গোপালগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে এর সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাউথ ইষ্ট রিজিয়নের ট্রেজারার সুফি সোহেল আহমেদ, যুগ্ম সম্পাদক মোমিন আলী, সিভিল সার্ভেন্ট তাহির আলী, সাবেক ছাত্রনেতা দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ইয়ূথ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মন্জু, জালাল উদ্দিন, রহিম উদ্দিন, বাকী বিল্লাহ জালাল, আলম খান, মারুফ চৌধুরী, সৈয়দ ফারহান, গিয়াস উদ্দিন লন্ডনী, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন এর ডাইরেক্টর ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, কাজী তাজ উদ্দিন আকমাল, মাহমুদুর রহমান রিয়াজ, হাজী জামাল উদ্দিন, বার যুব সংঘ ইউকের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আলাল মহসিন, আব্দুস সালাম, মাসুক আহমেদ, খায়ের জামান জাহাঙ্গীর, দেওয়ান রব, আলামিন মিয়া, শাহজাহান কবির, বৃন্দাবন কলেজ এক্সষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাইফুল ইসলাম হেলাল, সালেহ আহমেদ, আশরাফ হাসান নোমান, তোফায়েল, কয়েছ, জাফর আহমেদ মাসুদ, মাহবুবুর রহমান চৌধুরী মুরাদ, সাইফুর রহমান শাকিল, ফরহাদ আহমেদ, শাহাফুজ্জামান ইমন, ইছাক তানজিল ইসলাম, তাহমিদ ইসলাম, তামিম, নাকিব, ওমর হামজা প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নিজামপুর কল্যান ট্রাস্ট এর চেয়ারম্যান অলিউর রহমান শাহীন।