স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাদের হামলায় ভাতিজাসহ ৪জন। গতকাল বিকাল ৩টার দিকে বাঘাসুরা গ্রামে এঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে ওই গ্রামের ছুরুক মিয়া (২৪), ভাই উছমান মিয়া (২০), মামা মারাজ মিয়া (৫০) ও সারবানু (১৯)। আহতরা জানান-তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে চাচা রহমত আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে রহমত আলী ও তার ছেলেসহ কতিপয় লোক হামলা চালায়। এতে উল্লেখিতরা আহত হয়। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।