রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

সরকারি যাকাত ফান্ডে হবিগঞ্জ চেম্বারের পঞ্চাশ হাজার টাকা

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি’র আহবানে সারা দিয়ে হবিগঞ্জের সরকারি যাকাত ফান্ডে অনেকেই টাকা প্রদান করছেন। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সরকারি যাকাত ফান্ডে ৫০ হাজার টাকা প্রদান করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর কাছে এই টাকা তুলে দেন চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, হবিগঞ্জ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুর রহমান বাচ্চু, পরিচালক আব্দুর রহমান, সচিব মোঃ আরজু মিয়া মজুমদার। চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম যাকাত ফান্ডে আরও অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং অন্যান্য ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে কাজ করবেন বলে জানান।
গত ১৪ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দারিদ্র বিমোচনে যাকাত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি সরকারি ফান্ডে যাকাত আদায়ের মাধ্যমে দক্ষ ব্যবস্থাপনায় দরিদ্রদের কল্যাণে কাজ করার আহবান জানান। পরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সরকারি ফান্ডে যাকাত আদায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, গত বছর হবিগঞ্জ জেলায় সরকারি ফান্ডে যাকাতের ৮ লাখ টাকা পাওয়া গিয়েছিল। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ১৮ লাখ টাকা। চেম্বার ছাড়াও একজন ব্যাক্তি উদ্যোগে কিছু টাকা প্রদান করেছেন। আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি যাতে করে সরকারি ফান্ডে আরও বেশী যাকাতের টাকা আদায় করা সম্ভব হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com